শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

রায়পুরে জলাবদ্ধতার স্থায়ী নিরসন দাবিতে মানববন্ধন 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুরে জলাবদ্ধতার স্থায়ী নিরসন দাবিতে মানববন্ধন 

স্মরণকালের ভয়াবহ বন্যায় পানের বরজ, মাছের ঘের ও সয়াবিনসহ প্রায় সকল প্রকার আবাদী জমি পানিতে ডুবে নিঃস্ব হয়ে পড়ে হাজার হাজার কৃষক। পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং ডাকাতিয়া নদীসহ স্থানীয় সব খাল ও নদী স্থানীয় প্রভাবশালী কুচক্রী মহল কর্তৃক বাঁধ দেয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে কৃষকদের দাবি। 

এ জলাবদ্ধতার স্থায়ী নিরসনের দাবিতে মানববন্ধন করেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারের ক্ষতিগ্রস্ত কৃষকরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার ১নং চর আবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ বটতলা সিএনজি স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

এসময় বন্যায় কেড়ে নেয়া স্বপ্নের কথা স্মরণ করে ক্ষতিগ্রস্ত নিঃস্ব কৃষকরা বলেন, জলাবদ্ধতার কারণে আমাদের কয়েক কোটি  টাকার পানের বরজ, মাছের  ঘের, ধানের খেত ডুবে পঁচে গেছে। আমরা পথে বসে গেছি। 

লাখ লাখ টাকা এনজিও থেকে লোন নিয়ে আমরা পানের বরজ করেছিলাম কিন্তু জলাবদ্ধতার কারণে পানি নামতে না পারায় সকল ফসল পঁচে নিঃস্ব হয়ে গেছি। কয়েকটা মাস কিস্তি আমাদের জন্য মওকুফ করা হোক এবং আমাদের ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের জন্য সুদবিহীন সহজ শর্তে পুনরায় লোনের ব্যবস্থা করা হলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। 

মানববন্ধনে কৃষকরা আরও বলেন, আমরা ভুক্তভোগী কৃষক পরিবারসহ এলাকাবাসী ডাকাতিয়া নদীর সকল বাঁধ কেটে দেয়াসহ সুপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে ১নং ইউনিয়নের জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাচ্ছি।

 স্বৈরাচার সরকারের দোসর চেয়ারম্যান দুলাল হাওলাদার জোর করে তার দলের লোকের জন্য বাড়ির রাস্তা পরিবর্তন করে নির্মাণ করে দিতে পারেন। আমরা নদীতে দেয়া ঘেরগুলো কেটে দিয়ে সঠিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাই। 

টিএইচ